দক্ষিণ আফ্রিকায় কঠিন সফর ‘পরিবর্তন’ করতে চায় বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ দল। ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তবে এবার চ্যালেঞ্জটা বেশ শক্ত। প্রতিপক্ষের নাম যে দক্ষিণ আফ্রিকা। এর আগে দেশটি সফর করে দ্বিপাক্ষিক সিরিজে কোনো জয় নেই বাংলাদেশের। প্রোটিয়াদের সঙ্গে একদিনের ক্রিকেটে ২১ বারের মুখোমুখি দেখায় ৪ জয়ের বিপরীতে হার ২১টি। এবার চ্যালেঞ্জ নিচ্ছে টাইগাররা। এজন্য তামিম ইকবালের দল খেলতে চায় সাহসী ক্রিকেট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় বাইশ গজের লড়াইয়ে নামবে দুই দল। এর আগে আজ সংবাদমাধ্যমে নিজের দলের ভাবনার কথা পরিস্কার করলেন সফরকারী দলের অধিনায়ক তামিম।
বিজ্ঞাপন
যেখানে তামিম বলছিলেন, ‘আমরা এখন যে বিষয়টা নিয়ে ভাবছি তা হলো আমরা জানি দক্ষিণ আফ্রিকা সবসময়ই আমাদের জন্য কঠিন সফর হয়। আমরা চাই এই ব্যাপারটা পরিবর্তন করতে। এর জন্য যেটা করতে হবে, আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সাহসী হতে হবে।’
সঙ্গে যোগ করেন তামিম, ‘আমরা জানি ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে কোন সন্দেহ নেই। তো এই দিকটায় আমাদের ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। সম্প্রতি আমরা ওদের সঙ্গে ভালো খেলেছি যেমন বিশ্বকাপে। আর আমি বিশ্বাস করি যে এখানে ভালো করতে না পারার কোনো কারণ নেই। তবে আমি যত কিছুই বলি না কেন, দেখতে হবে কাল আমরা শুরুটা কেমন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণণ বিষয় হবে কালকের শুরুটা।’
বিজ্ঞাপন
দুই দলের প্রথম ম্যাচটি হবে সেঞ্চুরিয়ানে। এর আগে এ মাঠে কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ দল। তবে অন্যান্য মাঠের তুলনায় এখানে প্রচুর রান হয়। দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৯২ রানে। তিনশ ছাড়ানো ইনিংস আছে ২০টি। তবে এসব পরিসংখ্যানের দিকে তাকাতে চান না অধিনায়ক তামিম।
তামিমের জবাব, ‘এখানে ওয়ানডে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। এখানে খেলাটা তাই বেশ চ্যালেঞ্জিং হবে। এই একটা মাঠ যেটাতে আমি পরিসংখ্যানের হিসেবে যদি যাই তাহলে দেখতে পাবো যে এখানে খুব রান হয় কারণ মাঠের সাইজ একটু ছোট ও আউটফিল্ড খুব ফাস্ট। তো পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে এটা রানের মাঠ। পাশাপাশি আমাকে এটাও স্বীকার করতে হবে যে যতই পরিসংখ্যান দেখি না কেন আমাদের মাঠে ভালো করতে হবে। আর আমরা এই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
টিআইএস/এমএইচ