এই বছর জুলাইয়ে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব দাবা অলিম্পিয়াড। রাশিয়া বিশ্ব দাবার বড় আসরগুলো নিয়মিত বিরতিতে আয়োজন করে। ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়া থেকে দাবা অলিম্পিয়াড ভারতে স্থান্তারিত হয়েছে। 

আজ (বুধবার) দাবা ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মাহমুদা মলি বলেন, ‘রাশিয়া এই টুর্নামেন্ট আয়োজক হওয়ার কথা। উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার পরিবর্তে ভারতের চেন্নাইয়ের নিকটবর্তী শহরে আয়োজিত হবে অলিম্পিয়াড।’ 

ভারতে প্রথমবারের মতো বিশ্ব দাবা অলিম্পিয়াডের স্বাগতিক হচ্ছে। প্রতিবেশী দেশে এই আয়োজন হওয়ায় বাংলাদেশ বেশ খুশিই, ‘ইউরোপ ও অন্য মহাদেশে হলে যাতায়াত কয়েক দিন চলে যায়। চেন্নাইয়ে হওয়ায় আমাদের জন্য ভ্রমণ ও আরো আনুষাঙ্গিক বিষয়ে সুবিধা হলো। আশা করি অলিম্পিয়াডে ভালো কিছু হবে।’ বলেন মলি। বাংলাদেশ দাবা অলিম্পিয়াডে পুরুষ ও নারী দল পাঠাবে। রাশিয়া ও বেলারুশ ফিদের সদস্যপদ হারিয়েছে ইউক্রেন ইস্যুতে। রাশিয়ান দাবাড়ুদের অলিম্পিয়াডে খেলতে হলে ফিদের ব্যানারে খেলতে হবে। 

৪ এপ্রিল থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজন করছে আন্তর্জাতিক রেটিং দাবা। এই টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ে এন্টি দিতে হবে। আগে আসবেন, আগে পাবেন ভিত্তিতে এন্ট্রি নেবে ফেডারেশন। ২২০০ রেটিংয়ের উপরে যারা তাদের এন্ট্রি ফি লাগবে না। এর নিচের র‌্যাটিংধারীদের এন্ট্রি লাগবে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। আজ বাংলাদেশ দাবা ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ। 

এজেড/এমএইচ