সাঁতারে দ্বিতীয় দিনে পাঁচ রেকর্ড
বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারে রেকর্ড অব্যাহত রয়েছে। গতকাল প্রথম দিন হয়েছিল চারটি রেকর্ড। আজ দ্বিতীয় দিনে হয়েছে আরো পাঁচটি রেকর্ড। নয় রেকর্ডের মধ্যে জুয়েল একা দুই রেকর্ড গড়েছেন। প্রত্যেক রেকর্ডধারীরা ফেডারেশন থেকে আর্থিকভাবে পুরস্কৃত হবেন।
বুধবার সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর কাজল মিয়া দুই মিনিট ১০.৭০ সেকেন্ডে, ৫০মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহামুদুন্নবী নাহিদ ২৫.৬৯ সেকেন্ডে, ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ দুই মিনিট ১৫.২০ সেকেন্ডে, নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর যুথি আক্তার দুই মিনিট ৪০.৫১ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
বিজ্ঞাপন
স্প্রিংবোর্ডে নৌবাহিনীর সাদী মোহাম্মদ মহসীন ২৭৪.৮৫ পয়েন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। স্প্রিংবোর্ডে আগের রেকর্ডটিও ছিল সাদী মোহাম্মেদের।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ১৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য, ০৭টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ২টি রৌপ্য ০৫ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
বিজ্ঞাপন
এজেড/এটি