দেশের খেলাধূলা নিয়ে মৌলিক বইয়ের সংখ্যা বেশ কম। সেখানে অজনপ্রিয় খেলার বই তো আরো কম। সেখানে ক্রীড়া সাংবাদিক মোরসালিন আহমেদ ব্যতিক্রমী কাজ করেছেন। জনপ্রিয়তার দিক থেকে পেছনে থাকলেও দেশের অন্যতম সাফল্যমন্ডিত খেলা ভারত্তোলন নিয়ে ‘ভারোত্তোলনে বাংলাদেশ’ গ্রন্থ লিখেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই গ্রন্থেও মোড়ক উন্মোচন করেন। 

২০০ পাতার এই বইতে স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত বাংলাদেশের ভারোত্তোলনের রেকর্ড তো রয়েছেই, পাশাপাশি সকল ফলাফলও রয়েছে। এই বই সম্পাদনা করতে মোরসালিনের তিন বছরের বেশি সময় লেগেছে। মোরসালিনের এই উদ্যোগকে প্রশংসিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ‘এটা অবশ্যই ভালো একটি উদ্যোগ। আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল খেলার রেকর্ড ও ফলাফল সংগ্রহের উদ্যোগ নিচ্ছি। যাতে সকল কিছু লিপিবদ্ধ থাকে।’ 

মোরসালিন তার এই গ্রন্থ প্রকাশের পেছনে ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদকে অবদান দিয়ে বলেন, ‘গ্রন্থ প্রকাশনা সব সময়ই কষ্টসাধ্য। তথ্যবহুল গ্রন্থ প্রকাশে সেই কষ্টের পরিমাণ আরো বেশি। ভারোত্তোলনে বাংলাদেশ প্রকাশের পেছনে ক্রীড়াজগতের সম্পাদক দুলাল ভাইয়ের কাছ থেকে সাহায্য পেয়েছি অনেক।’

মোরসালিনের বই উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সাফে দুই বার স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত সহ ভারোত্তোলনের শীর্ষ পর্যায়ের অনেকেই। ভারোত্তোলন ফেডারেশন মোরসালিনের এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছে। 

এজেড/এটি