বিশ্ব ব্যাংকের সঙ্গে বড় অঙ্কের এক প্রকল্পে যুক্ত হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে থাকা এমন ২০ যুবদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত ইকোনমিক অ্যাক্লিয়ারেশন এন্ড রেসিলেন্স ফর নিট (Economic Acceleration and Resilience for NEET (EARN) শীর্ষক প্রকল্প বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  উক্ত বৈঠকে  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি  এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া অঞ্চলের মানব সস্পদ বিষয়ক পরিচালক লিন্নে ডি সেরবুরনে বেন্জ (Lynne D. Sherburne-Benz)।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ লক্ষ যুবককে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহ প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে একযোগে কাজ করবে। 

বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের মানব সম্পদ বিষয়ক পরিচালক লিন্নে বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে যেসকল নারী শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে রয়েছে পর্যায়ক্রমে তাদের অন্তর্ভূক্তি নিশ্চিত করা হবে। আমরা আশা করছি এ প্রকল্পের সকল কার্যক্রম ত্বরান্বিত করে আগামী বছরের শুরুতে এ প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে। এ বিষয়ে বিশ্বব্যাংক সর্বাত্বক সহযোগিতা করবে।’ 

বৈঠকে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ যশ জায়েদীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এজেড/এটি