জাতীয় নারী হ্যান্ডবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শুক্রবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এক্সিম ব্যাংক জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনালে আনসার ২৬-১২ গোলে নওগাঁকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

তৃতীয় স্থান নির্ধারনী খেলায় পুলিশ ৩৮-২৩ গোলে জামালপুরকে হারিয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এই সময় এক্সিম ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। 

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পূর্ব প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে শিরোপা জিতে উচ্ছ্বসিত আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আগে জেতা এই শিরোপা আমাদের ক্রীড়াবিদদের উৎসাহ যোগাবে। কেবল হ্যান্ডবলই নয়, গেমসের অন্য ডিসিপ্লিনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।’

এজেড/এমএইচ/এটি