ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের সমাপনী দিনে সোমবার (৪ জুলাই) ছিল আরচ্যারি, শুটিং এবং নারীদের দ্বৈত ক্যারম ইভেন্ট। শুটিংয়ে ফজলে রাব্বি মুন, আরচ্যারিতে মাঝহারুল ইসলাম মিথুন ও নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিংয়ে ঢাকা ট্রিবিউনের মুন পূর্ণ ২৪ পয়েন্ট (৮-৮-৮) নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফ্রিল্যান্সার মাহবুব আলম খান ২১ (৮-৭-৬) পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে (৮-৬-৬) তৃতীয় হয়েছেন দৈনিক আজকের পত্রিকার শমষের আলী নাজিম।

আরচ্যারিতে ২১ (৯-৮-৪) পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মিথুন। এছাড়া ২০ পয়েন্ট (৯-৮-৩) নিয়ে চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান দ্বিতীয় ও দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল ১৬ পয়েন্ট (০-৬-১০ ) নিয়ে তৃতীয় হয়েছেন।

নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি। এই ইভেন্টে রানার্স-আপ হয়েছেন সামিনা রশ্নি ও হিমু আক্তার জুটি। আগামী পরশু ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

এজেড/এমএইচএস

 

 

আরচ্যারিতে মাজহার ও শুটিংয়ে মুন চ্যাম্পিয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের সমাপনী দিনে সোমবার (৪ জুলাই) ছিল আরচ্যারি,শুটিং এবং নারীদের দ্বৈত ক্যারম ইভেন্ট। শুটিংয়ে ফজলে রাব্বি মুন, আরচ্যারিতে মাঝহারুল ইসলাম মিথুন ও নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

আজ (সোমবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিংয়ে ঢাকা ট্রিবিউনের মুন পূর্ণ ২৪ পয়েন্ট (৮-৮-৮) নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ফ্রিল্যান্সার মাহবুব আলম খান ২১ (৮-৭-৬) পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে (৮-৬-৬) তৃতীয় হয়েছেন দৈনিক আজকের পত্রিকার শমষের আলী নাজিম।

আরচ্যারিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মিথুন ২১ (৯-৮-৪) পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন। ২০ পয়েন্ট (৯-৮-৩) নিয়ে চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান দ্বিতীয় ও দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল ১৬ পয়েন্ট (০-৬-১০ ) নিয়ে তৃতীয়।

নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। এই ইভেন্টে রানার্স-আপ হয়েছেন সামিনা রশ্নি ও হিমু আক্তার জুটি। আগামী পরশু ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

এজেড/এমএইচএস