বিএসজেএ'র সেরা ক্রীড়াবিদ মাহাবুব বাবু
ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ হয়েছেন ফ্রিল্যান্সার মাহাবুব আলম খান বাবু। তিনি দাবা ও কলব্রীজ ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছেন। টেবিল টেনিস ও আরচ্যারি ইভেন্টে রানারআপ হয়ে সর্বোচ্চ দশ পয়েন্ট পেয়ে তিনি কার্নিভালের সেরা হয়েছেন৷ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন কার্নিভাল সেরা মাহাবুব আলম খান বাবুকে একটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছে।
শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে আজ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। ঢাকা পোস্টের তরিকুল ইসলাম সজল ক্যারম দ্বৈত ও কলব্রীজে রানারআপ হন। আরাফাত জোবায়ের দাবায় তৃতীয় হন। ১৮ জন পদকপ্রাপ্তের মধ্যে ঢাকা পোস্টের দুই জন পেয়েছেন তিনটি পদক।
বিজ্ঞাপন
ক্যারম,আরচ্যারি, শুটিং, দাবা, কলব্রীজ, সাঁতার ও টেবিল টেনিস সাত ডিসিপ্লিনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। নারীদের জন্যও ছিল আলাদা ইভেন্ট। আজ বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন৷ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান৷
এজেড/এটি
বিজ্ঞাপন