দুই বছরের পুরস্কারে আবেদন শতাধিক
ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার পদক। এই পুরস্কার প্রদান হয় অনিয়মিতভাবে। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার মেয়াদের মধ্যে পুরস্কার হালনাগাদ করতে চান। এই লক্ষ্যে ২০২১ ও ২২ সালের জন্য ক্রীড়া পুরস্কারের আবেদন আহ্বান করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
৭ জুলাই ছিল আবেদনের শেষ দিন। জাতীয় ক্রীড়া পরিষদে ১৪০টির মতো আবেদন জমা পড়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রথম ধাপে ৮৫ টি আবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ৭ জুলাই ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদের কাছে থাকা আরো ৫০ টির মতো আবেদন কয়েক দিনের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছাবে।
বিজ্ঞাপন
জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদে আবেদনের সুযোগ রয়েছে। পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ফেডারেশনের মাধ্যমেও অনুমোদনকৃত হয়েও আবেদন করা যায়। এবার জমা পড়া আবেদনগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি জাতীয় ক্রীড়া পরিষদে সরাসরি এসেছে বাকি সবই ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা হয়ে।
আবেদনগুলো এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পুরস্কার উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটি পর্যালোচনা করবে৷ কমিটিগুলো পর্যালোচনা করে নাম চূড়ান্ত করবে। সেই চুড়ান্ত নাম অনুমোদন হলে মিলবে পুরস্কার।
বিজ্ঞাপন
জাতীয় ক্রীড়া পুরস্কারের পাশাপাশি চলছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের কাজ। এই পুরস্কারের জন্য ইতোমধ্যে যাচাই বাছাই কমিটি একটি সভাও করেছে৷ কয়েকটি ক্যাটাগরিতে কিছু সংক্ষিপ্ত তালিকাও করেছে৷ ১৮ জুলাই পরবর্তী সভায় সেই তালিকা আরো সংক্ষিপ্ত হবে। এর কিছু দিনের মধ্যে চূড়ান্ত হয়ে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন মনোনীতদের হাতে উঠবে পদক।
এজেড/এটি