ক্যারম ডাবলসে চ্যাম্পিয়ন ফারুক-শিশির জুটি
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক আলম (সংবাদ) ও জুনায়েদ শিশির (ভোরের আকাশ) জুটি। ফাইনালে তারা হারিয়েছেন মতলু মল্লিক (এই বাংলা) ও সোলাইমান সালমান (দি বিজনেস পোস্ট) জুটিকে৷
আজ মঙ্গলবার ডিআরইউতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন মুরাদ হোসাইন (জাগোনিউজ) ও সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর) জুটি। এর আগে ক্যারম ডাবলসের সেমিফাইনাল নিশ্চিত করেন ফারুক আলম ও জুনায়েদ শিশির জুটি, মতলু মল্লিক ও সোলাইমান সালমান জুটি, মুরাদ হোসাইন ও সাদ্দাম হোসেন ইমরান জুটি এবং আরাফাত দাড়িয়া ও সাইফুল ইসলাম জুটি।
বিজ্ঞাপন
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্টে ৪৬ জন প্রতিযোগী অংশ নেন। আজ ক্যারম ডাবলসের সমাপনীতে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য এসকে রেজা পারভেজ। আগামী বৃহস্পতিবার নারী সদস্যদের ক্যারম (একক) অনুষ্ঠিত হবে।
এজেড/এইচএমএ
বিজ্ঞাপন