প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার হয়েছে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। আজ রবিবার (২৪ জুলাই) সংস্কারের পর এই স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই স্টেডিয়াম আরো আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন, ‘চলতি অর্থ বছরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড়দের আবাসন সংকট সমাধানে একটি পুর্নাঙ্গ ও আধুনিক ডরমেটরি ভবন নির্মাণ করা হবে, যেখানে তারা অনুশীলনেও সুযোগ পাবে।’

স্টেডিয়াম সংস্কারের পর উদ্বোধনের পাশাাপশি আজ জাতীয় ব্যাডমিন্টনেরও উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। উডেন ফ্লোরের মান আগের চেয়ে বেশ উন্নত। তবে আলোর কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন, ‘পর্যাপ্ত আলোর ব্যাপারটিও দ্রুত সমাধান করা হবে।’

দীর্ঘদিন পর আপন আলোয় ফিরল ব্যাডমিন্টনও। ফলে ৭৩ দলের প্রায় চারশ’ শাটলারের অংশগ্রহনে মুখরিত হয়ে উঠেছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও ইনডোরের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

এজেড/এইচএমএ