ইমরান এবার প্রফেসর স্পোর্টস মেডিসিন
আলী ইমরান পেশায় চিকিৎসক হলেও তার মনপ্রাণ ক্রীড়াঙ্গনে। দুই যুগ আগে ক্রীড়াঙ্গনে চিকিৎসক হিসেবে তার পথচলা শুরু। ক্রীড়াঙ্গনের ডাক্তার ইমরান পেশাগত জীবনেও ক্রীড়ায় এক বিশেষ ইতিহাস করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস মেডিসিন ডিভিশনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন।
বাংলাদেশে স্পোর্টস মেডিসিন ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ-ই প্রথম চালু করছে। বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন থেকে এটি আগেই অনুমোদিত ছিল। অবশেষে ইমরানের অধ্যাপক নিয়োগের মাধ্যমে ডিভিশনটি সক্রিয় হচ্ছে। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তার হাতে পদোন্নতি ও বিভাগের দায়িত্বপত্র দেন।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখায়। পাশাপাশি যাদের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আমার পথচলা শুরু। সেই হারুন ভাই, বাদল দা সহ সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ক্রীড়া ও চিকিৎসায় আরও ভূমিকা রাখতে চাই।’ ইমরান বাংলাদেশ স্পোর্টস মেডিসিন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনেক দিন। ফিজিক্যাল মেডিসিনের পাশাপাশি স্পোর্টস মেডিসিন তার অন্যতম আগ্রহের বিষয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ২০ বছরের বেশি সময় মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে ক্রীড়া চিকিৎসায় ভুমিকা রাখার জন্য পেয়েছেন পদক। ফুটবল ছাড়াও আন্তর্জাতিক ব্যাডমিন্টন, এন্টি ডোপিংয়েও তিনি যুক্ত।
বিজ্ঞাপন
ইমরানের এই নব দায়িত্বে খুশি ক্রীড়াঙ্গনেও। বাফুফে তাকে অভিনন্দন বার্তা দিয়েছে। এছাড়া অনেক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বও তার এই স্বীকৃতিতে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
এজেড/এটি