ইসলামিক সলিডারিটি গেমসে আজ বাংলাদেশের ফেন্সিং ও শুটিং স্কিট ইভেন্ট ছিল।  ফেন্সিংয়ে বাংলাদেশের তিন পুরুষ ফেন্সার ফয়েল ইভেন্টে অংশ নেন। তিন জনের মধ্যে কামরুল ইসলাম প্রি কোয়ার্টার পর্যন্ত উঠেন। নারী সাবরে ইভেন্টে ফাতেমা মুজিব প্রাথমিক পর্ব থেকে বিদায় নেন।

আজ স্কিট ইভেন্টে নূরউদ্দিন সেলিম ৭৫ শটে ৬৪ পয়েন্ট, আরেক শুটার সাব্বির হাসানও সমান শটে সমান ৬৪ পয়েন্ট করেছেন। আগামীকাল আরো  ৫০ শট নেয়ার পর পজিশন নিশ্চিত হওয়া যাবে।

সাফ গেমসে স্বর্ণজয়ী ফেন্সার ফাতেমা মুজিব অংশ নেন। তিনি সাবরে ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। প্রথম রাউন্ডে পাঁচ পয়েন্টের খেলা হয়। সেখানে তার প্রতিপক্ষ পাঁচ পয়েন্ট নিলেও তিনি সর্বোচ্চ ৩ নিয়েছেন একবার।

সকালে ফেন্সার কামরুল শেষ ষোলোর লড়াইয়ে  উজবেকিস্তানের আসারনভ ইউসুফের কাছে ১৫-০১ পয়েন্টে হেরে পুরুষ ফয়েল একক থেকে বিদায় নেন। রাউন্ড ৩২ এ সেনেগালের প্রেইরা গ্যাস্টনকে ১৫-৭ পয়েন্টে পরাজিত করে পুরুষ ফয়েল এককে শেষ ষোলোয় উঠে কামরুল ইসলাম। ওই রাউন্ডে বাংলাদেশের আরেক ফেন্সার রুবেল মিয়া ১৫-১০ পয়েন্টে হেরে যান ইরানের মোঃ হোসেন জাফরির কাছে।কামরুল প্রি কোয়ার্টার, রুবেল রাউন্ড অফ ৩২ খেললেও আরেক ফেন্সার মনির হোসেন উজবেকিস্তানের মলিনা ইলিয়াসের কাছে হেরে যান ৫-১ পয়েন্টে।

আগামীকাল সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশের শুটিং, ভারোত্তোলন ও আরচ্যারি ডিসিপ্লিনের খেলা রয়েছে।

এজেড/এইচএমএ