চ্যাম্পিয়ন রাজীবের নিয়াজ-রিফাতকে স্পর্শ
জাতীয় দাবায় শেষ রাউন্ডের দিন আজ। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের মধ্যে চলছিল চ্যাম্পিয়ন লড়াই। রাজীব আজ শেষ রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার শাওনকে পরাজিত করেন। এই জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজীব। রাজীবের জযের ফলে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সঙ্গে আন্তর্জাতিক মাস্টার ফাহাদের লড়াইটা তখন দ্বিতীয় স্থান নির্ধারণীতে রুপ নেয়।
সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের এটি ষষ্ঠ জাতীয় দাবা শিরোপা। এবারের চ্যাম্পিয়নশীপের মধ্য দিয়ে তিনি দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও রিফাত বিন সাত্তারের ছয় চ্যাম্পিনশীপকে স্পর্শ করলেন। দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সর্বোচ্চ ১৪ বার জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছেন।
বিজ্ঞাপন
জিয়া ১৪ বার জাতীয় দাবা চ্যাম্পিয়ন হলেও হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। হ্যাটট্রিক চ্যাম্পিয়নের রেকর্ড শুধু নিয়াজ ও রিফাতের। রাজীবের সামনে এখন হ্যাটট্রিকের হাতছানি, ‘টানা দুই বার সেরা হয়ে ভালো লাগছে। অবশ্যই চেষ্টা থাকবে হ্যাটট্রিক করার।’ এবার জাতীয় চ্যাম্পিয়নশীপে কয়েক রাউন্ড আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এগিয়ে ছিল। ফাহাদকে টপকে শেষ পর্যন্ত রাজীবই চ্যাম্পিয়ন হলেন। এই আসরের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে বলেন, ‘ফাহাদের শেষের দিকে জিএমদের সঙ্গে খেলা ছিল। সে শেষের দিকে পয়েন্ট হারিয়েছে। আমার কঠিন খেলাগুলো ছিল প্রথম দিকে, আমি তখন পয়েন্ট হারিয়েছি। এবার লিগ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে।’
এবারের লিগে রাজীবের টানা শিরোপা ও ফাহাদের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে নজর কেড়েছে ১৩ বছর বয়সী মনন রেজা নীড়ের দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর বিষয়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান নীড়ের প্রশংসা করলেন এভাবে, ‘সে দারুণ খেলেছে এবারের লিগে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তার এবং দাবা উভয়ের জন্যই ভালো।’
বিজ্ঞাপন
এজেড/এনইআর