ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল বিজনেস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ। টানটান উত্তেজনার ফাইনালে বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগকে ৩৭-৩৩ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বিজনেস ফ্যাকাল্টির বিভাগটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
এনইআর