জাতীয় হ্যান্ডবলে বিজিবির শিরোপা পুনরুদ্ধার
এক্সিম ব্যাংক ৩৩তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার ফাইনালে বিজিবি ৩৭-৩২ গোলে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আনসার। বিগত তিন আসরে এই দুই দলের মধ্যে ফাইনাল হয়েছে।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি । বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান স্বপন, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সেলিম মিয়া বাবু প্রমুখ।
বিজ্ঞাপন
এজেড/এনইআর
বিজ্ঞাপন