শেখ কামাল গেমসের বিভাগীয় পর্ব ১৬ জানুয়ারি
দেশব্যাপী চলছে শেখ কামাল যুব গেমস। তৃণমূল পর্যায় থেকে শুরু হওয়া এই গেমস নিয়ে সাড়া পড়েছে বেশ। ১৬ জানুয়ারি থেকে বিভাগীয় পর্যায়ে শুরু হচ্ছে গেমস। ‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্ব। ১৬-২২ জানুয়ারি চট্টগ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে চট্টগ্রাম বিভাগীয় পর্বে অংশগ্রহণ করবে প্রায় ৭০০ জন তরুণ-তরুণী। চট্টগ্রাম বিভাগের অধীনস্থ ১১টি জেলার উদীয়মান যুব ক্রীড়াবিদরা সর্ববৃহৎ এ আসরে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
১৬ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে হবে অ্যাথলেটিক্স। ঐ দিনই সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হ্যান্ডবল অনুষ্ঠিত হবে। ১৭-১৯ জানুয়ারি ফেনীর ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হবে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৭-১৮ এই দুই দিন কাবাডি অনুষ্ঠিত হবে। এমএ আজিজ স্টেডিয়ামে ২০ জানুয়ারি তায়কোয়ান্দো, ১৯-২০ জানুয়ারি বান্দরবান জেলা জিমনেসিয়ামে কারাতে, ১৯-২১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে দাবা ও ব্যাডমিন্টন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অধিকারী ক্রীড়াবিদ ১৫০০ টাকা এবং ২য় স্থান অধিকারী ক্রীড়াবিদ ১০০০ টাকা করে পাবেন। আন্তঃজেলা প্রতিযোগিতা শেষে ২৪টি ইভেন্টে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভাগীয় দল গঠন করা হবে। অনুশীলনের মাধ্যমে তারা আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।
আজ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা গেমসের বিভাগীয় আয়োজন সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরে। এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’। ২০১৮ সালে প্রথমবার যুব গেমস আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।
বিজ্ঞাপন
এজেড/এনইআর