বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে টেন বল বিলিয়ার্ড (পুল) ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস ২০২১’ টুর্নামেন্ট। এই উপলক্ষে জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলর ‘হৃদয় অ্যান্ড উদয় মটরস’ কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন হয়।

১৭ মার্চ বুধবার শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ‘দ্য অ্যারিনা আরকেবি’তে (রোড ৩২, হাউজ ২০ গুলশান ১) ২২ তারিখ পর্যন্ত চলবে এই আয়োজন। ‘হৃদয় অ্যান্ড উদয় মটরসে’র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের সহযোগী হিসেবে থাকছে ‘মালিহা কে’। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে স্পোর্টস্টেশনের ফেসবুক পেজে।

জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠান উপস্থিত ছিলেন ‘হৃদয় অ্যান্ড উদয় মটরসে’র স্বত্বাধিকারী এবং টুর্নামেন্টের আয়োজক রিয়াসাত করিম ভূঁইয়া। যোগ দিয়েছিলেন প্রতিযোগীদের মধ্যে বেশ কয়েকজন।

টেন বল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১৮ খেলোয়াড়। তারা হলেন- আসিফ, অতুল, নাফি, রিফাত, আল আমিন, মাহফুজ, নাভীদ, রাজিব, ফরহাদ, জুবায়ের, হৃদয়, পাভেল, রসি, নাহিয়ান, মিলন, শোভন, আকাশ ও ফয়সাল।

‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস ২০২১’ টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা ৭৬।  ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা ৭২টি লিগ ম্যাচে অংশ নেবেন। ‘এ’ গ্রুপের রানার্সআপ ‘বি’ গ্রুপের রানার্সআপেরর সঙ্গে খেলবেন এলিমিনেশন ম্যাচ।
 
কোয়ালিফাইং ওয়ানে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন। কোয়ালিফাইং টুতে লড়বেন এলিমিনেশনে জয় পাওয়া ও কোয়ালিফাইং ওয়ানে হারা খেলোয়াড়। ফাইনালে কোয়ালিফাইং ওয়ান ও টুর জয়ী দুই খেলোয়াড় মুখোমুখি হবেন শিরোপার লড়াইয়ে। 

টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৩ লাখ টাকা।  চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ টাকা। ৫০ হাজার টাকা পাবেন রানার্সআপ। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খেলোয়াড় পাবেন যথাক্রমে ৩৫ ও ২৫ হাজার টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকাদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে। 
১৫ হাজার টাকা করে পাবেন সপ্তম ও অষ্টম স্থানে থাকবেন যারা। নবম ও দশম স্থান নিশ্চিত করা দুইজনকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে।

এমএইচ