ওয়ার্ল্ড আরচ্যারি স্টেজ-১ এ অংশগ্রহণ করবে বাংলাদেশ। আজ সকাল ৬ টায় তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হন দিয়া সিদ্দিকীরা। বিকেল নাগাদ সেখানে পৌঁছানোর কথা রয়েছে। 

রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ একজন নারী আরচ্যার। টোকিও অলিম্পিক খেলা অলিম্পিয়ান দিয়া একমাত্র রিকার্ভ নারী আরচ্যার। কম্পাউন্ড বিভাগে মাত্র ২ জন আরচ্যার। একজন নারী ও একজন পুরুষ৷ সাত জন খেলোয়াড়ের সঙ্গে দুই জন কোচ ও একজন ম্যানেজার রয়েছেন। 

আগামীকাল (মঙ্গলবার) থেকে কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। আজ বিকেলে আনতালিয়ায় পৌঁছে আগামীকালই তীর-ধনুক নিয়ে লড়াই করতে হবে আরচ্যারদের।

বাংলাদেশ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, দলগত ও মিশ্র বিভাগে অংশগ্রহণ করবে। রিকার্ভ নারী বিভাগে শুধু ব্যক্তিগত ইভেন্টেই খেলবে। কম্পাউন্ড বিভাগে মাত্র ২ জন আরচ্যার হওয়ায় নারী ও পুরুষ দলগত ইভেন্টে অংশগ্রহণ হবে না, ব্যক্তিগতের পাশাপাশি মিশ্র বিভাগে খেলবে। 

এজেড/এফআই