বাংলাদেশ আরচ্যারি দলের তুরস্ক সফর সুখকর হয়নি। আনাতোলিয়ায় অনুষ্ঠিত আরচ্যারি বিশ্বকাপ স্টেজ-১ এ অংশ নিয়েছিলেন সাত আরচ্যার। সেখানে তারা পাঁচটি ইভেন্টে অংশ নেন। তবে পাঁচ ইভেন্টের একটিতেও পদকের লড়াইয়ে যেতে পারেনি বাংলাদেশ। তাই শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে দিয়া সিদ্দিকীদের। ফলে আগামীকাল (২৫ এপ্রিল) আরচ্যারি দলের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশে ২২ এপ্রিল ঈদ হলেও তুরস্কে হয়েছে তার একদিন আগে। সেখানে ঈদের দিনটিও তেমন ভালো যায়নি বাংলাদেশি আরচ্যারদের। 

২১ এপ্রিল রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় বাংলাদেশের মো. সাগর ইসলাম ৭-৩ সেটে ইন্দোনেশিয়ার পাঙ্গেসতু আরিফকে হারিয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। পরবর্তীতে ১/১৬ খেলায় সাগর ২-৬ সেটে ভারতের অতনু দাসের কাছে হেরে বিদায় নেন। 

অন্যদিকে এই বিভাগের ১/৩২ খেলায় বাংলাদেশের আরেক আরচ্যার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে জাপানের নাকানিশি জুন্যার কাছে হেরে যান। ফলে বিদায় হয়েছে তারও। 

দেশসেরা আরচ্যার রোমান সানা ফেডারেশন থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে পূরণ করেছে ফেডারেশন। তবে রোমান আরচ্যারি অঙ্গনে ফিরলেও পুনরায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন।

এজেড/এএইচএস