বাংলাদেশকে হারিয়ে ‘বাংলাদেশির’ হাতেই পদক
বাংলাদেশ আরচ্যারি এখন এশিয়ায় অন্যতম প্রতিষ্ঠিত নাম। সাবেক জাতীয় আরচ্যার ও কোচ মোহাম্মদ জিয়াকে জাতীয় দলের কোচ করেছে সৌদি আরব। এবার বাংলাদেশি কোচ জিয়ার নেতৃত্বেই এশিয়া কাপ ওয়াল্ড র্যাঙ্কিং ২ টুর্নামেন্টে উজবেকিস্তানের তাসখন্দ কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে সৌদি।
বাংলাদেশকে হারিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সৌদিকে পদক জেতানো কোচ বাংলাদেশের জিয়া তাসখন্দ থেকে অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘বাংলাদেশে হয়ে যখন খেলে এবং কোচ হয়ে পদক জিতেছি এখনও একই রকম অনুভূতি। আমি সব সময় বর্তমান অবস্থানকে প্রাধান্য দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি। সবার কাছে দোয়া চাই।’
বিজ্ঞাপন
কাফি, তালেব ও তপু রায়ের সমন্বয়ে বাংলাদেশ দল ব্রোঞ্জ লড়াইয়ে জিয়ার সৌদির বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ২০৫-২২২ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
আজ (শুক্রবার) বাংলাদেশের কম্পাউন্ডেের দুই ইভেন্টে ব্রোঞ্জ পদকের লড়াই ছিল। দুই লড়াইয়ে বাংলাদেশ পরাজিত হয়েছে। পুরুষ দলগত ইভেন্টে সৌদি আরবের বিপক্ষে ও মিশ্র ইভেন্টে ইরাকের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। পুষ্পিতা জামান ও তপু রায়ের মিশ্র জুটি ১৪৩-১৪৮ পয়েন্টে হারে।
বিজ্ঞাপন
এজেড/এফআই