ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে হ্যান্ডবল স্টেডিয়াম সবসময়ই সরব থাকে। আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উপলক্ষ্যে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে যেন উৎসব। সাত বছর পর আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট হওয়ায় সাবেক অনেক খেলোয়াড়ও এসেছিলেন। আজ উদ্বোধনী দিনে বাংলাদেশ শুভ সূচনা করেছে।

বঙ্গবন্ধু আইএইচএফ হ্যান্ডবল টুর্নামেন্টে দু’টি বয়স ভিত্তিক দল খেলছে। বাংলাদেশের অ-১৭ ও ১৯ উভয় দলই জিতেছে। দুই দলই যথাক্রমে মালদ্বীপকে হারিয়েছে ৪৮-১০,৩৮-২১ গোলের ব্যবধানে।

মালদ্বীপের হ্যান্ডবল কারিগর বাংলাদেশের আমজাদ হোসেন। ২০১৫-১৯ সাল পর্যন্ত আমজাদ মালদ্বীপ হ্যান্ডবল দলের কোচ এবং ট্যাকনিক্যাল ডাইরেক্টর ছিলেন। কাগজ-কলমে দুই পদ থাকলেও মূলত আমজাদই সবকিছুর মূলে ছিলেন মালদ্বীপের হ্যান্ডবলে। সেই মালদ্বীপকে আজ বাংলাদেশ অ-১৯ দলের কোচ হিসেবে হারিয়েছেন আমজাদ।

ম্যাচ শেষে তাই মিশ্র অনুভূতি ব্যক্ত করলেন আমজাদ, 'বাংলাদেশ জিতেছে এজন্য ভালো লাগছে। যে কোনো টুর্নামেন্টে জয় দিয়ে শুরুটা গুরুত্বপূর্ণ। আরেক দিকে তৃপ্তি লাগছে, মালদ্বীপ বেশ প্রতিদ্বন্দিতা করেছে। এরা আমার মাধ্যমেই খেলা শুরু করেছিল মালদ্বীপে।'

 

হ্যান্ডবল কোর্টে ঘন্টা খানেকের লড়াই হলেও আমজাদ মালদ্বীপের অকৃত্রিম বন্ধু। তাই মালদ্বীপের কোচ, কর্মকর্তারা আমজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছিলেন ম্যাচের পরপরই। মালদ্বীপকে আমজাদ অনেকটা সেকেন্ড হোম বিবেচনা করে বলেন, 'মালদ্বীপ সরকারের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন আজ। তিনিও আমাকে চেনেন। হ্যান্ডবল খেলতে ঢাকায় আসা প্রায় সবাই আমার ঘনিষ্ঠ।’

আরও পড়ুন>>> মালদ্বীপের হ্যান্ডবল বদলে দিয়েছেন বাংলাদেশের আমজাদ

বাংলাদেশ অ-১৭ দলের কোচ সাবেক জাতীয় খেলোয়াড় ডালিয়া আক্তার। ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত কোচের দায়িত্ব পালন করেন বিভিন্ন ক্লাবের হয়ে। সেই অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে বলেই জানালেন ডালিয়া, ‘একজন কোচ হিসেবে সব অভিজ্ঞতা ওদেও সঙ্গে ভাগ করেছি। খেলোয়াড় হিসেবে যেসব অভিজ্ঞতা পেয়েছি সেগুলো ওদের বোঝাতে সহজ হয়েছে। আমি বিশ্বাস করি এই দলের মেয়েরা পরের ম্যাচে আরও ভালো খেলবে।’

এজেড/এইচজেএস