ফাইল ছবি

আরচ্যারী ওয়ার্ল্ড কাপ স্টেজ-২’ এর ১ম দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭৮জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান ৬৯৩ স্কোর করে ২৩তম, মো: সোহেল রানা ৬৮৩ স্কোর করে ৫৩তম এবং নেওয়াজ আহমেদ রাকিব ৬৬৯ স্কোর করে ৭০তম এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ৫০ মিটার দূরত্বে ৪৮জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের বন্যা আক্তার ৬৮৫ স্কোর করে ২৩তম হন। স্কোরে ৬৪ জনের বাইরে থাকায় রাকিব ইলিমিনেশন রাউন্ডে খেলতে পারবেন না। 

কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ১৭টি দলের মধ্যে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান, মো: সোহেল রানা ও নেওয়াজ আহমেদ রাকিব) ২০৪৫ স্কোর করে ১৫তম হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ১৭টি দলের মধ্যে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও বন্যা আক্তার) ১৩৭৮ স্কোর করে ১১তম হয়। চীনের সাংহাইয়ে সকালে কম্পাউন্ড পুরুষ ও মহিলা দলগত ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুরে রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৩, স্টেজ-২ এর রুলস অনুযায়ী সেরা ৬৪ জনকে নিয়ে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। 

দুই অলিম্পিয়ান আরচ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবার বিশ^কাপ দলে নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে রোমান আরচ্যারিতে ফিরলেও আন্তর্জাতিক অঙ্গনে এখনই সুযোগ দিচ্ছে না ফেডারেশন। অন্য দিকে দিয়া সিদ্দিকীও বাজে পারফরম্যান্স করায় এই সফরে তাকে বাদ দেয়া হয়েছে। 

এজেড/এইচজেএস