সাম্প্রতিক সময়ে দাবায় আলোচিত নাম মনন রেজা নীড়। বিশ্ব দাবা সংস্থা তাকে ফিদে মাস্টারের স্বীকৃতি দিয়েছে। 

মনন রেজা নীড় গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অংশগ্রহণ করেন এবং প্রথম ৫ রাউন্ডের খেলা শেষে তার অন্তবর্তী রেটিং ছিল ২৩০০-এরও বেশি। বাংলাদেশ দাবা ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ফিদে মাস্টার খেতাব প্রদান করেছে বিশ্ব দাবা সংস্থা। এর আগে ২০১৭ সালে তিনি ক্যান্ডিডেট মাস্টার খেতাব পান। 

মনন রেজা নীড় বাংলাদেশের দাবার সম্ভাবনাময় এক নাম। জাতীয় দাবা ও অন্য প্রতিযোগিতায় তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। 

এজেড/এএইচএস