পোল্যান্ড কাবাডি দল

ইউরোপীয় দল পোল্যান্ড ঢাকায় পৌঁছেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছে। আজ (বৃহস্পতিবার) দলটির অধিনায়ক মাইকেল স্পিকো এবং ম্যানেজার মাচে সায়েস্কি এ আশাবাদ ব্যক্ত করেন। 

পোল্যান্ডে ২০১৫ সাল থেকে কাবাডি চর্চা শুরু হয়েছে। এই খেলাটি ইউরোপে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৯ সালে তারা আট জাতির ইউরোপিয়ান কাবাডির চ্যাম্পিয়নশিপ দল। মাইকেল স্পিকো জানালেন, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের সঙ্গে পোল্যান্ড কখনো মোকাবিলা করেনি। প্রতিপক্ষ অচেনা হলেও তাদের ভিডিও ম্যাচ দেখেই শক্তি-সামর্থ্য সর্ম্পকে অবগত রয়েছেন।

পোল্যান্ড অধিনায়ক মাইকেল স্পিকো এক প্রশ্নের জবাবে বলেন, তার দৃষ্টিতে বাংলাদেশই ফেবারিট। এই ফেবারিট দলের সঙ্গেই তারা ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেন। মাচে সায়েস্কি এক প্রশ্নের জবাবে জানালেন, টুর্নামেন্টের দলগুলোর মধ্যে বাংলাদেশকেই তার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। তবে অপর দলগুলোকে ফাইট করার মত তাদের শক্তি সামথ্য দুটোই রয়েছে। তিনি জানান আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। ঢাকায় কাবাডিতে ম্যাজিক দেখাতে চায় তারা। 

বাংলাদেশের আবহাওয়া সর্ম্পকে মাচে সায়েস্কি ততটা পরিচিত না হয়ে উঠলেও তিনি জানান, ভারতের মাটিতে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি আরো জানালেন আমরা জাপান ও থাইল্যান্ডের সাথে খেলেছি। আমেরিকার দলের সাথেও খেলেছি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টেও ভালো কিছু দেখানোর প্রত্যাশা করছি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ ২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল ২০২১ পর্যন্ত ঢাকায় হতে যাচ্ছে টুর্নামেন্ট। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় কাবাডি দল। বাংলাদেশের কাবাডির ইতিহাসে দেশের মাটিতে এটিই সবচেয়ে বড় টুর্নামেন্ট; যেখানে পাঁচটি দেশের জাতীয় দল অংশ নেবে।

এজেড/এটি/এমএইচ