দিয়ার দলীয় স্বর্ণ
জাতীয় আরচ্যারির প্রথম দিনে দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছেন দিয়া সিদ্দিকী। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার (দিয়া সিদ্দিকী, মনিসা আক্তার ও শ্রাবনী আক্তার) ৬-০ সেটে আর্মি আরচ্যারি ক্লাবকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়।
আজ আরও দুটি স্বর্ণ নিষ্পত্তি হয়। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বিজিবি (নেওয়াজ আহমেদ রাকিব, নুরুল আমিন ও কাজী আবু রায়হান) ২১৬-২০৯ স্কোরে আর্মি আরচ্যারি ক্লাবকে (মো. সোহেল রানা, মিঠু রহমান ও শাহরিয়া আরিফ) হারিয়ে এবং কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার (বন্যা আক্তার, সুমা বিশ্বাস ও উম্মে সলিমা বৃষ্টি) ২২৬-২২০ স্কোরে আর্মি আরচ্যারি ক্লাবকে (সায়মা আক্তার সেতু, সুস্মিতা বনিক ও তানিয়া রিমা) হারিয়ে স্বর্ণ জেতে।
বিজ্ঞাপন
জাতীয় আরচ্যারির প্রথম দিনে অন্যান্য ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি শুরু হয়েছে।
এজেড/এফআই
বিজ্ঞাপন