বাংলাদেশ আরচ্যারির ২ তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী। নিষেধাজ্ঞায় মাঝে আরচ্যারি থেকে দূরে ছিলেন রোমান সানা। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও আরচ্যারিতে ফিরেছেন। এবার জাতীয় আরচ্যারির মিশ্র বিভাগে জুটি গড়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। 

রিকার্ভ মিশ্র বিভাগে দেশ সেরা দুই আরচ্যার ১৩০১ স্কোর গড়ে প্রথম হয়েছেন। আগামীকাল (২৪ জুন) এলিমিনেশন রাউন্ডের পর পদকের জন্য লড়বে দিয়া-রোমান জুটি। দিয়া সিদ্দিকী চলমান জাতীয় আরচ্যারিতে ইতোমধ্যে দুটি স্বর্ণ জিতেছেন। রিকার্ভ ব্যক্তিগতের পাশাপাশি দলীয় ইভেন্টেও জিতেছেন তিনি। আগামীকাল মিশ্র বিভাগে জিতলে ত্রিমুকুট পাবেন। 

অন্যদিকে রোমান সানা শ্রেষ্ঠত্বের জন্য লড়ছেন। আজ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ৬৬৫ স্কোর করে দ্বিতীয় স্থানে আছেন। তবে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে রোমানের অবস্থান তৃতীয়। আগামীকাল দুই ইভেন্টে তিনি পদকের লড়াই করবেন। 

এজেড/এএইচএস