ছবি: সংগৃহীত

ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। তিন ইভেন্টের মধ্যে দু’টি ইভেন্টে সেরা হয়েছেন সোহানুজ্জামান খান নয়ন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত একক ফাইনালে ওমর ফারুককে পরাজিত করেন সোহানুজ্জামান নয়ন। একই দিন অনুষ্ঠিত পুরুষ দ্বৈত ইভেন্টে নয়ন ও জ্যোর্তিময় মন্ডল জুটি রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চলকে পরাজিত করে।

প্রতিযোগিতার নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ২৪ এর নুশরাত নওরীন স্বর্ণা। নারী এককে রানার-আপ হয়েছেন নিউজ২৪ এর ফাহমিদা হিমু, তৃতীয় হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা। 

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী টিটিতে সেমিফাইনালে বিজিতরাও পদক দেয়া হয়। পুরুষ এককে তৃতীয় হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোর্তিময় মন্ডল ও ইন্ডিপেনডেন্ট টিভির শাফাত। পুরুষ দ্বৈতে ইন্ডিপেন্ডেন্ট টিভির শাফাত ও চ্যানেল আইর আবু তাহের জুটি ও ঢাকা ট্রিবিউনের মুন- বিএসজেএ’র ওমর ফারুক জুটি তৃতীয় হয়। 

প্রতিটি ক্যাটাগারিতে বিজয়ীরা ট্রফি ছাড়াও আর্থিকভাবে পুরস্কৃত হয়েছেন। প্রযোগিতায় সব মিলিয়ে ১ লাখ টাকার প্রাইজমানি ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় টুর্নামেন্টের আয়োজক কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ ও টুর্নামেন্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ হয়ে এতে অংশ নেন। এই আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

এজেড/এইচজেএস