ফাইল ছবি

দেশের কাবাডি অঙ্গনের বেশ পরিচিত মুখ শেখ ইমরান। তিনি কোনো খেলোয়াড়, কোচ কিংবা সংগঠক নন; ফেডারেশনের স্টাফ হয়েও কাবাডির প্রিয় একজনে পরিণত হয়েছিলেন। সেই ইমরান আর নেই।

গতকাল রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন ইমরান। তার মৃত্যুতে কাবাডি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সাবেক জাতীয় খেলোয়াড় ও কাবাডি কোচ আব্দুল জলিল ইমরান সম্পর্কে বলেন, 'ইমরান আমাদের খুব প্রিয় ও কাছের একজন ছিলেন। ফেডারেশনের প্রশাসনিক স্টাফ হলেও কোচ-খেলোয়াড়দের সঙ্গেও তার ছিল ভালো সখ্যতা। ফেডারেশন ও কাবাডি তাকে মিস করবে।'

সাবেক ফিফা রেফারি মুনির হোসেন যখন ফেডারেশনের সাধারণ সম্পাদক তখনই ইমরানের ফেডারেশনে প্রবেশ। ফেডারেশনের প্রশাসনিক স্টাফ হিসেবে প্রায় দেড় যুগ কাজ করেছেন ইমরান। কাবাডি ফেডারেশনের সাংবাদিক সম্মেলনেও দেখা যেত সদা হাস্যোজ্জ্বল ইমরানকে। আজ থেকে ইমরান শুধুই স্মৃতি।

এজেড/এইচজেএস