অ্যাথলেটিক্স ফেডারেশন দেশের অন্যতম শীর্ষ সংস্থা। সেই ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ছিল মনোনয়নপত্র গ্রহণ পর্ব। ২৮ কার্যনিবার্হী পদের বিপরীতে ৪৮ মনোনয়নপত্র প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নির্বাচন কমিশন।

বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর নেতৃত্বে ৪৪টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক মন্টু ও কোষাধ্যক্ষ জামালই শুধু দুটি করে ফরম নিয়েছেন। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত মন্টুর প্যানেলে ওয়ালটন, হোসাফ এবং প্রতীক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের মনোনয়নপত্র রয়েছে।

ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে বড় নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। এই পরিষদ আব্দুর রকিব মন্টুকে সমর্থন দিয়ে একক প্যানেল গঠনের চেষ্টা করছে। নির্বাহী কমিটির ২৮ পদের মধ্যে জেলা-বিভাগের দাবি ১৮টি। জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত মন্টুর নেতৃত্বের বাইরে চারটি ফরম ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট ফরিদ খান চৌধুরি। তিনি বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক।

গত কয়েক বছরই সাধারণ সম্পাদক মন্টুর সঙ্গে তার স্নায়ুযুদ্ধ চলছিল। আসন্ন নির্বাচনে সেটি প্রকাশ্যে রূপ নিয়েছে। তবে মন্টুর প্যানেলে নেই ফরিদ। তাই ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র নিয়েছেন তিনি। ফরিদের সঙ্গে ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র নিয়েছেন বেলী, সাদাত ও জাফরউল্লাহ।

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী ২৩ জুলাই মনোনয়নপত্র দাখিলের সময়। ওই দিনই স্পষ্ট হবে কে কোন পদে প্রার্থী হচ্ছেন। 

এজেড/এএইচএস