ডেঙ্গু সচেনতায় মেরিনার্স
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা শহরে চলছে ডেঙ্গুর তান্ডব। ক্রীড়াঙ্গনের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। দেশের ক্রীড়ার অন্যতম প্রাণকেন্দ্র মতিঝিল। অনেক ক্লাবই এই এলাকায় অবস্থিত।
আজ সকালে মেরিনার ইয়াংস ক্লাব ডেঙ্গু সচেতনতায় র্যালির আয়োজন করে। ডেঙ্গু সচেতনায় যুব সমাজের ভূমিকা রয়েছে। এই চেতনাকে ধারণ করেই মেরিনার্সের এমন উদ্যোগ। ক্লাব প্রাঙ্গনসমূহ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এলাকার জনগণকে সচেতন করার প্রয়াস ছিল মেরিনার্সের।
বিজ্ঞাপন
ঢাকা মেরিনার ইয়াংসের বয়স অর্ধ শতাব্দী। ক্রীড়াঙ্গনের এই ক্লাবের পরিচিতি হকির মাধ্যমেই মূলত। মতিঝিল-আরামবাগ এলাকায় জনসচেতনতামূলক কাজও করে থাকে ক্লাবটি। এরই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। মেরিনার্সের এই র্যালিতে ক্লাবটির সাবেক খেলোয়াড়, কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস