সংকটাপন্ন অবস্থায় ক্রীড়া সংগঠক টিপু
ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ রফিকুল ইসলাম টিপু। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এখন আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য। সকলের প্রিয় টিপু আজ সকালে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে বাসার নিকটস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়।
রফিকুল ইসলাম টিপুর বাসার নিকটেই অবস্থান সাংবাদিক শিকদার নিজামুল হক সবুজের। তিনি আকস্মিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে যান। হাসপাতাল থেকে সবুজ জানান, ‘টিপু ভাইয়ের সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ভালো আসেনি। মস্তিষ্কে রক্ত জমাটবদ্ধ রয়েছে। টিপু ভাই আইসিইউতে থাকলেও লাইফ সাপোর্টে প্রয়োজন হতে পারে।’
বিজ্ঞাপন
টিপুর অসুস্থতার খবর ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়েছে। আরচ্যারি ফেডারেশনের কর্মকর্তারা হাসপাতালে জড়ো হচ্ছেন। অন্য ফেডারেশনের কর্মকর্তারাও টিপুর সুস্থতায় প্রার্থনা করছেন। টিপু সত্তর দশক থেকেই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুদীর্ঘকাল থেকে।
টিপু ক্রীড়া সংগঠক হলেও সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থায় প্রায় প্রতিদিনই দিনের একটা সময় কাটাতেন। টিপুর অসুস্থতার খবরে ক্রীড়া সাংবাদিক মহলও প্রার্থনারত।
বিজ্ঞাপন
এজেড/এফআই