বাঁ থেকে দাবায় রানার্স-আপ আরাফাত জোবায়ের ও চ্যাম্পিয়ন মেহেদী হাসান রামিন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) ও ওয়ালটনের আয়োজনে স্পোর্টস কার্নিভালে আজ সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাঁতারে মাঝহারুল ইসলাম এবং দাবায় মেহেদী হাসান রামিন চ্যাম্পিয়ন হয়েছেন। দাবায় রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিএসজেএ সদস্য আরাফাত জোবায়ের।

সকালে অনুষ্ঠিত সাঁতারে দ্বিতীয় হয়েছেন জ্যোতির্ময় মন্ডল এবং তৃতীয় হয়েছেন নূর উদ্দিন। এরপর দুপুরে শুরু হয় দাবা। সেখানে ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের দুজনকে হারিয়ে ফাইনালে ওঠেন। ফাইনালে ডেইলি স্টারের মেহেদী হাসান রামিনের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন। তবে মাঝপথে ছোট এক ভুলে পিছিয়ে পড়েন তিনি। এরপর লড়াই করলেও শেষ পর্যন্ত আর সফল হতে পারেননি। 

বিএসজেএ’র সদস্যদের নিয়ে চলছে স্পোর্টস কার্নিভাল-২০২৩। সপ্তাহ ব্যাপী এই কার্নিভালের ৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন প্রতিযোগিরা। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থানধারীরা পাবেন পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে সেরা খেলোয়াড়কে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে।

এজেড/এএইচএস