বিএসজেএ ক্যারম দ্বৈতে মাঝহার-জোবায়ের তৃতীয়
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)-এর সদস্যদের নিয়ে চলছে ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২৩’। আজ (শুক্রবার) বিএসজেএ কার্যালয়ে ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নূর উদ্দিন। এছাড়া দ্বৈত বিভাগে নূর উদ্দিন-সজল জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
ক্যারম এককের ফাইনালে নূর উদ্দিন ৩০-১৫ পয়েন্টে রামিনকে হারান। যেখানে তৃতীয় হয়েছেন তরিকুল ইসলাম সজল। ক্যারম দ্বৈতে নূর উদ্দিন-সজল জুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩০-২২ পয়েন্টে হারান মেহেদী হাসন রামিন-মাহমুদুল হাসান জুটিকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> বিএসজেএ দাবায় ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের রানার-আপ
ক্যারম দ্বৈত ইভেন্টে তৃতীয় হয়েছেন মাঝহারুল ইসলাম ও আরাফাত জোবায়ের জুটি। এই জুটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইমরান-জ্যােতিকে পরাজিত করে। ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের গতকাল দাবা ইভেন্টে দ্বিতীয় হয়েছিলেন।
বিজ্ঞাপন
সপ্তাহব্যাপী চলছে এই কার্নিভাল। এতে ৮টি ইভেন্টে সংগঠনের সদস্যরা অংশ নিচ্ছেন। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কৃত হবেন। এছাড়া সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে ‘দ্য বেস্ট’ ট্রফি পুরস্কার দেওয়া হবে সেরা খেলোয়াড়কে।
এজেড/এএইচএস