ছবি: সংগৃহীত

সারা বিশ্বের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস। সেই এআইপিএস অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়েরের রিপোর্ট একটি ক্যাটাগরিতে এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। সেই অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) তাকে সম্মাননা জানায়।  

বিএসজেএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরাফাত জোবায়েরকে বিশেষ এ সম্মাননা জানানো হয়।

স্পোর্টস কার্নিভালে সেরা খেলোয়াড় হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। তিনি সাঁতার, ব্যাডমিন্টন একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন। কার্নিভালে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন, রানারআপ, তৃতীয় স্থান অর্জনকারীরা ক্রেস্ট গ্রহণ করেন। আরাফাত জোবায়ের দাবা ও ক্যারমে দুটি পদক পেয়েছেন।

বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বিএসজেএ। আরাফাত জোবায়ের এই সংগঠনের সদস্য প্রায় এক যুগ এবং সংগঠনটির নির্বাহী কমিটিতেও ছিলেন একাধিকবার। 

ওয়ালটন বিএসজেএ স্পোর্টস কার্নিভালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতাহার আলী খান, বিশেষ অতিথি ছিলেন দাবার গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

বিএসজেএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কার্নিভালের আহ্বায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব রবিউল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সদ্য প্রয়াত টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএসজেএ'র পরম শুভাকাঙ্ক্ষী রফিকুল ইসলাম টিপুর জন্য অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এজেড/এইচজেএস