‘বাংলাদেশ ক্ষমা করো, আমি পারলাম না!’
প্রথম বাংলাদেশি আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।
‘ভীষণ মন খারাপ নিয়ে এক তরুণের জন্য লিখছি। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যার জন্য লিখছি সেই তরুণ বিশ্বের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি হিসেবে উড়িয়েছেন লাল-সবুজ পতাকা। নয়বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি। দৌড়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। এমন একজন তরুণ যিনি বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করেছেন বারবার, আমলাতন্ত্রের লাল ফিতা তাকে আটকে রাখতে চাইছে’— বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো ফেসবুকে লিখেছেন ব্র্যাক কর্মকর্তা ও ফ্রিল্যান্স সাংবাদিক শরীফুল হাসান।
বলা হচ্ছে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতের কথা। প্রথম বাংলাদেশি হিসেবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে কর্মরত এই অ্যাথলেট। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়ন প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি, উড়িয়েছিলেন লাল-সবুজ পতাকা।
বিজ্ঞাপন
এরপর মালয়েশিয়া, ভারতসহ কয়েকটি দেশে কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে চলতি বছরে আয়রনম্যানের আরও দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন আরাফাত। কিন্তু বিধি বাম! অফিস থেকে ছাড়পত্র (এনওসি) পাননি আরাফাত। দেশের জন্য একের পর এক সম্মান বয়ে আনা মানুষটির বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ডিরেক্ট কোয়ালিফাই করেও অংশগ্রহণ করার জন্য অফিস থেকে...
Posted by Arafat - The Bangladeshi Triathlete on Monday, August 7, 2023বিজ্ঞাপন
হতাশা নিয়ে নিজের ফেসবুকে এক পোস্টে সামছুজ্জামান আরাফাত লিখেছেন, ‘আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ডিরেক্ট কোয়ালিফাই করেও অংশগ্রহণ করার জন্য অফিস থেকে এনওসি হলো না। অনেক মানুষ চেষ্টা করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারী আদেশও জারী করেছিল। জানি না কেন অনুমতি হলো না। নিজের মধ্যে এতো বড় অসহায় এবং হতাশবোধ এর আগে কখনো আসেনি।’
আরাফাত আরও লিখেছেন, ‘ছোট একজন মানুষ আমি, অফিসের ডেস্কের বাইরে কোনো স্বপ্ন দেখা উচিত না। সরাসরি নির্দেশনা পেয়েছি চাকরি করে স্পোর্টস করা যাবে না। কোন আন্তর্জাতিক স্পোর্টসে যাওয়া যাবে না। অফিস এবং স্পোর্টস একসাথে চলবে না! অনেক বড় অন্যায় করে ফেলেছি ০২টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে। কতো গুলো স্বপ্ন! মাত্রতো শুরু হয়েছিলো যাত্রাটা। এই অল্প সময়ে থমকে যাবে!! বাংলাদেশ ক্ষমা করো! আমি পারলাম না!’
বাংলাদেশের প্রথম আয়রনম্যান আরাফাতের লক্ষ্য ছিল আরও বড় কিছুর। যে কারণে নিরলস চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু এখন যেন নিজের চোখের সামনেই সব শেষ হতে দেখছেন। গত ২ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণের জন্য সরকারী আদেশ জারি করা হয়েছিল। তবুও আটকে আছে এনওসি।
অবশ্য ঢাকা পোস্টের তরফে আজ সকালে যোগাযোগ করা হলে আরাফাত জানান, এখনো হাল ছাড়ছেন না। দূতাবাসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কর্মস্থল থেকে ছাড়পত্র না দিলে আর কিছুই করার থাকবে না। তিনি বলেন, অনেক স্বপ্ন ছিল। নিজেকে একটু একটু করে প্রস্তুত করছিলাম। এর আগেও আমাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। এবার আটকে গেলাম।