দাবা বিশ্বকাপে ইতিহাস ভারতের বিস্ময় বালকের
কী অসাধারণ পারফরম্যান্স!
উত্তরসূরীর প্রশংসায় এভাবেই স্তুতি গাইলেন বিশ্বকাপ দাবায় পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ। এই মুহূর্তে রোহিত-বিরাট কোহলিদের কথা বাদ দিলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিস্ময় বালক রমেশবাবু প্রজ্ঞানন্দকে নিয়ে।
বিজ্ঞাপন
রোগা, ছিপছিপে চেহারা। কপালে তিলক আঁকা। মাথার চুল নিপাট ভদ্রভাবে আচড়ানো। স্বভাবতই স্বল্পভাষী। ধীর এবং লক্ষ্য স্থির। রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন ভারতের ১৮ বছর বয়সী এই দাবাড়ু। বিশ্বনাথ আনন্দের পর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের বিস্ময় বালক প্রজ্ঞানন্দ।
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের বিশ্বচ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজানের বাকুতে। এখানেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রজ্ঞা। গতকাল (সোমবার) ফাইনালে উঠার লড়াইয়ে টাইব্রেকারে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারান প্রজ্ঞানন্দ। ফাইনালে শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মোকাবিলা করবেন ভারতের তরুণ তুর্কি।
বিজ্ঞাপন
— International Chess Federation (@FIDE_chess) August 21, 2023
অবশ্য বিশ্বসেরা কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের লড়াই মোটেই সহজ ছিল না। রোববার প্রথম দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হয়েছিল। ফলে সোমবার ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানেই জিতে গেলেন ভারতের এই দাবাড়ু। ৩.৫-২.৫ পয়েন্টে জিতেছেন তিনি।
আরও পড়ুন: দাবার ক্যারিয়ার নিয়ে দ্বিধায় ছিলেন নিয়াজ : বিশ্বনাথ আনন্দ
বিশ্বনাথ আনন্দের পর ভারত সেভাবে দাবায় নিজেদের মাটি শক্ত করতে পারেনি। বিশ্বনাথ ২০০০ এবং ২০০৭ সালে দাবা বিশ্বকাপ ভারতের মাটিতে নিয়ে আসেন। এরপরও আরও তিনবার তিনি দাবা বিশ্বকাপ জিতেছেন। আনন্দের জেতা ২০১২ সাল বিশ্বকাপের পর থেকে ভারত সইভাবে এই খেলায় দাগ কাটতে পারেনি। তবে প্রজ্ঞানন্দের প্রতিভায় অবাক সবাই।
চলতি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করা ছাড়াও আগামী বছর কানাডায় অনুষ্ঠিতব্য ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় নিজের নাম তুলে ফেলেছেন। এই ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হতে চলেছেন প্রজ্ঞা। কিংবদন্তি ববি ফিশার এবং কার্লসেনের পরে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু।
এফআই