ডেঙ্গুতে স্ত্রী হারালেন উশু সাধারণ সম্পাদক
ডেঙ্গুতে প্রতিদিনই আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটছে। ক্রীড়াঙ্গনেও অনেক ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ক্রীড়াসংশ্লিষ্ট অনেকের ডেঙ্গুতে প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সহধর্মিনী পাপড়ি বেগম গতকাল (সোমবার) মৃত্যুবরণ করেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ছিলেন পাপড়ি। মাত্র ৩৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
উশুর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দেশের বাইরে ছিলেন দুলাল। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আজ দুপুরে দেশে এসেছেন। বিকেলে পটুয়াখালীতে স্ত্রীকে চিরশায়িত করবেন।
দুলালের স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, উশু ফেডারেশন,চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সহ নানা প্রতিষ্ঠান বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিজ্ঞাপন
এজেড