ফুটবল ও ক্রিকেট বাদে দেশের বাকি সব ফেডারেশনই মূলত সাধারণ সম্পাদক নির্ভর। ফেডারেশনগুলোর মতো জেলা ক্রীড়া সংস্থাগুলোও সাধারণ সম্পাদক দ্বারা মূলত পরিচালিত হয়। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে দুই দশক পর। 

বর্ষীয়ান সংগঠক গোলাম নবী গত দুই দশক ধরে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। বার্ধক্য এবং শারীরিক অসুস্থতায় তিনি এবার সাধারণ সম্পাদকের পরিবর্তে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। গত কমিটির মেয়াদে অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির আহমেদ সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন। সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া পরিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারিকউজ্জমান নান্নু অতিরিক্ত সাধারণ সম্পাদকে স্থলাষিভিক্ত হয়েছেন। কোনো পদের বিপরীতেই একাধিক মনোনয়ন জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। 

স্বাধীনতা উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু দীর্ঘদিন ধরে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত। প্রবীণ এই সংগঠক এবার নতুন কমিটিতেও সহ-সভাপতি হিসেবে থাকছেন। তার সঙ্গে একই পদে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও গত দুই দশকের সাধারণ সম্পাদক নবী। চার (নির্বাচিত পদ) সহ-সভাপতির মধ্যে চমক রয়েছে একটি। ক্লাব সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিত মহিউদ্দিন আহমেদ মহী ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হয়েছেন। একমাত্র তিনিই বর্তমান সময়ের সংগঠকদের মধ্যে ক্লাব, ফেডারেশন, জেলা ও অলিম্পিক অ্যাসোসিয়েশন চার ধরনের ক্রীড়া সংগঠনের নির্বাহী কমিটিতে রয়েছেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ, বাফুফের সহ-সভাপতি, বিওএ’র সদস্য এবং ওয়ারী ক্লাবের সহ-সভাপতি মহী ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও হতে চেয়েছিলেন।

জাতীয় পর্যায়ে সব খেলাতেই অংশগ্রহণ করে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। সাফল্যের দিক থেকেও তারা শীর্ষে। দেশের ক্রীড়াঙ্গনে সংস্থাটির সামগ্রিক অবদানও অনেক। ক্রীড়া সংস্থার ঐতিহ্য বজায় রাখার ব্যাপারে সচেষ্ট সাধারণ সম্পাদক হওয়ার পথে জাকির, ‘ক্রীড়া সংস্থার সঙ্গে আমি অনেকদিন থেকেই জড়িত। এবার সবাই আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে। আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে ক্রীড়া সংস্থার গৌরব আরও বৃদ্ধির উদ্যোগ নেব।’

আগের দুই মেয়াদেও জাকির ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ছিলেন। প্রথম মেয়াদে তিনি আলী হোসেনকে হারিয়ে ও পরের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গেও যুক্ত জাকির। 

এজেড/এএইচএস