এশিয়ান গেমস
কাবাডি : পুরুষেও পদক মিস, বড় হার নারীদের
‘বলা সহজ , করা কঠিন’ বাংলার এই প্রবাদটা আবারও সত্যি প্রমাণ হলো এশিয়ান গেমসে পুরুষ কাবাডি দলের ক্ষেত্রে। গতকাল (মঙ্গলবার) ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের কোচ ও অধিনায়ক উভয়ই বলেছিলেন চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে খেলা সম্ভব। তাইপেকে হারানো তো দূরের কথা, ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে তাইপে ৩১-১৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে আজ (বুধবার) তাইপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ম্যাচটি ছিল অলিখিত কোয়ার্টার ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচে তাইপে জিতে সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জও নিশ্চিত করেছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজে গেল তাদের।
বিজ্ঞাপন
পুরুষ কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, তাইপে ও জাপান। ভারত এই গ্রুপে শীর্ষস্থান অধিকার করবে সেটা অনুমেয়। তাইপে টানা তিন ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও তাইপের গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করতে কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ, থাইল্যান্ড ও জাপান তিন দলের মধ্যে কারোরই তিন ম্যাচ জয়ের আর সুযোগ নেই।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন গত কয়েক বছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তৃপ্তির ঢেকুর তুলেছে। অপেক্ষাকৃত দুর্বল দল এনে চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্ব নিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। কিন্তু আসল পরীক্ষার মঞ্চ এশিয়ান গেমসে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
পুরুষদের পদক হাতছাড়া করার দিন ছিল নারী দলের খেলাও। নারী দল আগের ম্যাচে নেপালের বিপক্ষে হেরেই পদক হাতছাড়া করেছে। আজ ইরানের বিপক্ষেও নাস্তানাবুদ হয়েছে তারা। ইরান যেখানে ৫২ পয়েন্ট নিয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র ১৫ পয়েন্ট নিতে সক্ষম হয়েছে।
এজেড/এএইচএস