এশিয়ান মাস্টার্সে বাংলাদেশের একটি পদক
ফিলিপাইনে চলছে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ একটি পদক জিতেছে। ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের নজরুল ইসলাম ব্রোঞ্জ পদকটি জেতেন ৷
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘মাস্টার্স প্রতিযোগিতায় নজরুলই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এই মাস্টার্স প্রতিযোগিতায় তাকে অনুমোদন দিয়েছে।’
বিজ্ঞাপন
অ্যাথলেটরা অবসর নেওয়ার পর মাস্টার্স খেলায় অংশগ্রহণ করে থাকেন ৷ বাংলাদেশেও মাস্টার্স অ্যাথলেটিক্স এসোসিয়েশনও রয়েছে। নজরুলের বাংলাদেশে জাতীয় অ্যাথলেটিক্সে উল্লেখযোগ্য তেমন পদক নেই অবশ্য।
বিজ্ঞাপন
এজেড/