স্বতন্ত্র প্রার্থী রয়েছে ক্রীড়াঙ্গনেও
জাতীয় নির্বাচন ঘিরে বর্তমানে আলোচনা দেশজুড়ে। আজ (বৃহস্পতিবার) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ক্রীড়াঙ্গন থেকে দলীয় মনোনয়ন পাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন না পাওয়া ক্রীড়াঙ্গনের দুই জনের স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দেওয়ার খবর পাওয়া গেছে।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল মানিকগঞ্জ-২ থেকে স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। টুটুল ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে। ২০০১ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়নও পেয়েছিলেন।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশের অভিষেক টেস্ট দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি দলীয় মনোনয়ন পাননি এবার। মনোনয়ন না পাওয়ায় এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে জানা গেছে।
নতুন ফুটবল সংগঠক ও বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক নোয়াখালী-২ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার আসনে পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। তাই মানিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
ক্রীড়াঙ্গনে আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকেই দলীয় প্রার্থী হতে পারেননি। এদের মধ্যে সাবেক তারকা ফুটবলার সত্যজিৎ দাশ রুপু, বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু স্বতন্ত্রভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এজেড/এএইচএস