ভিয়েতনামে ফাহাদের গ্র্যান্ডমাস্টার বধ
ভিয়েতনামের হ্যানয় শহরে আরেকটি হ্যানয় গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল (বুধবার) প্রথম ও দ্বিতীয় উভয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
গতকাল সকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অস্ট্রেলিয়ার ফিদে মাস্টার লিও ইউয়িকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার কাও সাংকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
ফাহাদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার বুই ভিনের সাথে ড্র করেন। দ্বিতীয় রাউন্ডে নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার এর আর ইলামপারথির সাথে ড্র করেন।
এই টুর্নামেন্টে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের ৪ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ ১২ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
এজেড/এফআই