ভিয়েতনামের হ্যানয়ে হ্যানয় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সমান চার রাউন্ড শেষে দেড় পয়েন্ট পেয়েছেন। 

আজ (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মাস্টার লি জুন হাইয়োকের সাথে ড্র করেন।

চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। তৃতীয় রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার দাও খুয়ং দাইয়ের সাথে ড্র করেন। 

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জিএম নর্মের জন্য এই টুর্নামেন্ট খেলছেন। চার রাউন্ড পর্যন্ত তিনি দারুণ পারফর্ম করছেন। ইতোমধ্যেই দুই জিএমকে হারিয়েছেন। পরবর্তী পাঁচ রাউন্ডের মধ্যে আরো সাড়ে তিন পয়েন্ট এবং আনুষঙ্গিক কিছু শর্ত পূরণ হলে প্রথম জিএম নর্ম পেতে পারেন ফাহাদ। 

এজেড/এইচজেএস