ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে অষ্টম রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডের খেলায় ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জদির বিরুদ্ধে জয়লাভ করলেই  একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করবেন ফাহাদ।

গ্র্যান্টমাস্টার হতে হলে তিনটি নর্ম এবং ২৫০০ রেটিং হতে হয়। আগামীকাল জিতলে ফাহাদ প্রথম জিএম নর্ম  পূরণ করবেন। এরপর তাকে আরো দু'টি নর্ম পেতে হবে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হতে।

আজ সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদে মাস্টার পাম ত্রান গিয়া ফুককে পরাজিত করেন। এরপর অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ইয়েন আন দাংয়ের সাথে ড্র করেন।

এদিকে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার কাউ সেংয়ের সাথে ড্র করেন। এরপর অস্টম রাউন্ডে নিয়াজ মোরশেদ অস্টেলিয়ার ফিদে মাস্টার লুই ইউয়িকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৮ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন।

এজেড/এইচজেএস