রেটিং দাবায় চার ফিদে মাস্টার শীর্ষে
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সপ্তম রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে সম্মিলিতভাবে শীর্ষে আছেন ৪ ফিদে মাস্টার। তারা হচ্ছেন— তাহসিন তাজওয়ার জিয়া, সুব্রত বিশ্বাস, মনন রেজা নীড় ও সেখ নাসির আহমেদ। পঞ্চম রাউন্ডে সুব্রত একাই শীর্ষে ছিলেন। ষষ্ঠ রাউন্ডে যুগ্মভাবে শীর্ষে আসেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র তাহসিন তাজওয়ার। সপ্তম রাউন্ডে শীর্ষের তালিকায় আরও যোগ দেন দুই ফিদে মাস্টার নীড় ও নাসির আহমেদ।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন,ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান।
বিজ্ঞাপন
সকালে ষষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় মো. মুতাকাব্বিরকে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে পরাজিত করেন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঙ্গে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে, অনত চৌধুরী স্বর্নাভো চৌধুরীর সঙ্গে ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে ড্র করেছেন। ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের বিপক্ষে ওয়াক-ওভার পান।
বিকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে, তানভীর আলম গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সঙ্গে, মো. আবজিদ রহমান আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঙ্গে, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক অনত চৌধুরীর সঙ্গে ও স্বর্নাভো চৌধুরী ফিদে মাস্টার মেহদী হাসান পরাগের সঙ্গে ড্র করেন।
বিজ্ঞাপন
ফিদে মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার মো. শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ শেখ রাশেদুল হাসানকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মো. নাসির উদ্দিনকে, মো. মনিরুজ্জামান মাসুদ, গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ক্যান্ডিডেট মাস্টার মো. মাসুম হোসেন বেলাল হোসেনকে, সুজন আফনান জারিফ হককে, মো. আনোয়ার হোসেন দুলাল মো. রাব্বি সেলিমকে ও মো. সবুজুর রহমান নীলাভ চৌধুরীকে পরাজিত করেন।
আগামীকাল অষ্টম রাউন্ড ও পরশু শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
এজেড/এএইচএস