ক্লাব পাড়াতেও হয়েছে ভোট
সারা দেশ জুড়ে চলছে নির্বাচন। রোববার সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। চলছে ভোট গণনার কাজ। দেশের অধিকাংশ ভোট কেন্দ্রই শিক্ষা প্রতিষ্ঠানে। তবে খানিক ব্যাতিক্রমী চিত্র দেখা গেলো রাজধানীর ঢাকা-৮ আসনে। এই আসনে চারটি কেন্দ্র রয়েছে ক্রীড়া সংগঠনের।
দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। জাতীয় নির্বাচনে ওয়ারী ক্লাবও একটি ভোট কেন্দ্র। আরামবাগ এলাকার অনেকে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, বর্ষীয়ান ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ এই কেন্দ্রে ভোট দিয়েছেন। ওয়ারী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ বলেন,‘ অনেক দিন থেকেই আমাদের ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাই করা হয়। বেশ সুষ্ঠভাবেই আমাদের ক্লাবে ভোট অনুষ্ঠিত হয়।’
বিজ্ঞাপন
ওয়ারী ক্লাবের কয়েক গজ সামনেই সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। সেই ক্লাবও ভোট কেন্দ্র। এখানে মূলত নারী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোনালী অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘বেশ কয়েক বারই আমাদের ক্লাবে নারীদের ভোট কেন্দ্র। এক দিন আগে আমাদের কাছ থেকে বুঝে নিয়ে আনুষ্ঠানিকতা শুরু করে। ভোট শেষ হলে আবার আমাদের কাছে বুঝিয়ে দেয় ক্লাব।’
বিজ্ঞাপন
মতিঝিল ক্লাব পাড়ায় আরেকটি ভোট কেন্দ্র ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। এই সংস্থার হল রুমে ভোট প্রদান করেন ভোটাররা। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বলেন, ‘বরাবরের মতো আমাদের ক্রীড়া সংস্থায় এবারও ভোট অনুষ্ঠিত হয়েছে।’
আবাহনী-মোহামেডানের বাইরে ক্রীড়াঙ্গনের তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবও নির্বাচনের ভোট কেন্দ্র। হাসানুজ্জামান খান বাবলু ব্রাদার্সের কিংবদন্তী ফুটবলার। গোপীবাগেই তার বেড়ে উঠা। তিনি ব্রাদার্সের ভোট কেন্দ্র সম্পর্কে বলেন, ‘আমরা যখন খেলোয়াড় তখন থেকেই এখানে ভোট কেন্দ্র।’ ক্লাবের কর্মকর্তা মাসুম আলী বলেন, ‘টানা ৫-৬ টির বেশি জাতীয় নির্বাচন আমাদের ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ’
প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে ব্রাদার্স ইউনিয়ন। নির্বাচন উপলক্ষ্যে খেলা বন্ধ থাকায় ক্যাম্পও বন্ধ রয়েছে। তাই ক্লাবে কোনো খেলোয়াড় নেই। ওয়ারী, ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় এখন খেলোয়াড়দের ক্যাম্প নেই। সোনালী অতীত ক্লাবে মূলত সাবেকদের বৈকালিক ফুটবল আর সান্ধ্যকালীন আড্ডা হয়।
এজেড/জেএ