বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২১ টি ডিসিপ্লিন রয়েছে। আরো কয়েকটি ডিসিপ্লিন অপেক্ষামান। এদের মধ্যে হ্যান্ডবল অন্যতম। আজ শনিবার জাতীয় যুব হ্যান্ডবল (অ-১৭) টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন। মহাপরিচালকের কাছে হ্যান্ডবল ফেডারেশন বিকেএসপিতে হ্যান্ডবল শুরুর অনুরোধ জানিয়েছে।

বিকেএসপির মহাপরিচালক হ্যান্ডবল শুরুর প্রসঙ্গে বলেন, ‘হ্যান্ডবল এবং গলফ এই দু’টি খেলার ব্যপারে আমাদের আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে। অনুমোদন থাকলেও খেলাগুলোর কার্যক্রম শুরু করতে প্রয়োজন লোকবল। লোকেবলের পাশাপাশি কারিকুলাম ও আরো আনুষাঙ্গিক বিষয় জড়িত। এগুলো নিয়ে আমরা কাজ করছি।’

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে খবরের শিরোনাম হয়েছিল খেলোয়াড়দের বয়স জালিয়াতির ঘটনায়। বাফুফের শাস্তি এবং প্রত্যাহারের পর এখন বিষয়টি নিয়ে বিকেএসপি তদন্ত করেছে। সেই তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে পেয়েছেন বলে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি একটি কমিটির মাধ্যমে তদন্ত করিয়েছি। সেই কমিটি প্রতিবেদন পেশ করেছে। অতি শীঘ্রই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সকলকে অবগত করব।’

শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে যুব হ্যান্ডবল উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপি মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন পৃষ্টপোষক ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ উপনির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টনসহ ফেডারেশনের ফেডারেশনের কর্মকর্তারা। আজ সকালে অনুষ্ঠিত খেলায় বান্দরবান ও চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করে।

এজেড/জেএ