১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দাবা প্রিমিয়ার লিগ। বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে তিন গ্র্যান্ডমাস্টার তিন দলে খেলবেন। জিয়াউর রহমান পুলিশ প্রাইম চেস ক্লাবে, নিয়াজ মোর্শেদ বাংলাদেশ বিমানে ও এনামুল হোসেন রাজীব পল্লী সঞ্চয় ব্যাংকের হয়ে খেলবেন। আব্দুল্লাহ আল রাকিব বছর দুই ধরে দাবা থেকে দূরে। আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সঙ্গে দলগুলো এখনো যোগাযোগ করেনি।

গত আসরের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিয়ের দল গঠন নিয়ে জটিলতা এখনো কাটেনি। তাই এবারের শিরোপা লড়াইটা ত্রিমুখী- পুলিশ, বাংলাদেশ বিমান ও পল্লী সঞ্চয়ের মধ্যে। তিন দলের মধ্যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়াউর রহমান নিজেদের খানিকটা একটু এগিয়ে রাখলেন, 'অন্য দুই দলেরও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাগজে-কলমে আমরা খানিকটা এগিয়ে এটুকু বলা যেতে পারে।'

বাংলাদেশ পুলিশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন। চার দেশি খেলোয়াড়ের সঙ্গে একজন ভারতীয় আরেকজন আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার। দুই বিদেশির আগামীকাল-পরশুর মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।

বাংলাদেশ বিমানের অধিনায়কত্ব করবেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। দেশি খেলোয়াড়দের মধ্যে এই দলে সবচেয়ে ভারী নাম উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। দেশি অন্য দুই দাবাড়–র সঙ্গে বিমানের স্কোয়াডে রয়েছেন আরো দুই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। তাদের রেটিং ২৬০০+। তাই নিজেদেরও শিরোপার লড়াইয়ে রাখছেন অধিনায়ক আবু সুফিয়ান শাকিল, 'আমাদের বিদেশি খেলোয়াড়রা যথেষ্ট ভালো মানের। আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলে অবশ্যই ভালো কিছু সম্ভব।'

দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব খেলবেন পল্লী সঞ্চয় ব্যাংকের হয়ে। প্রথমবারের মতো এই দলের হয়ে খেলবেন গ্র্যান্ডমাস্টার রাজীব। নতুন দল হলেও নিজেদের শিরোপা লড়াইয়ে রাখছেন, 'আমাদের দলে আজারবাইজানের দুই গ্র্যান্ডমাস্টার আসছে। তাদের একজনের রেটিং ২৬০০ আরেকজনের ২৫৫০। দুই গ্র্যান্ডমাস্টারের সঙ্গে আমি ও অনত চৌধুরি রয়েছে। আরো দুই জনকে নিচ্ছে ক্লাব।’ প্রিমিয়ার লিগ দাবায় ছয় জনের দল। প্রতি দিন ( রাউন্ডে) চার জন চার বোর্ডে খেলেন। প্রতি বোর্ডে ০.৫ করে পয়েন্ট। 

রিফাত বিন সাত্তার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় অত্যন্ত ব্যস্ততাপূর্ণ সময় কাটান। এর মধ্যেও ন্যাশনাল ও প্রিমিয়ার দাবা লিগ খেলে থাকেন। আসন্ন লিগে তার খেলার সম্ভাবনা খানিকটা ক্ষীণ, 'গত আসরে মানহাস ক্যাসেলে খেলেছিলাম। এবার এখনো যোগাযোগ করেনি। আর দুই দিন সময় আছে হয়তো নাও খেলা হতে পারে।’ মানহাস ক্যাসেল গতবার একটু ভালো মানের দল গড়েছিল। এবার তারাও টিকে থাকার চেষ্টাই করবে শুধু। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরি করেন। সেই সূত্রে বাংলাদেশ নৌবাহিনীর হয়েই খেলবেন এই দাবাড়। 

৩০ জানুয়ারির মধ্যে লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে এন্ট্রি নিশ্চিত করতে হবে। প্রিমিয়ার লিগের ১২ দলের মধ্যে সর্বনিম্ন পয়েন্টধারী দুই দল প্রথম বিভাগে রেলেগেটেড হবে। সাইফ স্পোর্টিং শেষ পর্যন্ত দল গঠন না করলে রেলিগেশন প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, 'আমাদের ডেডলাইন ৩০ জানুয়ারি পর্যন্ত। ঐ দিন বলতে পারব কারা অংশগ্রহণ করছে। দু’টি দল অংশগ্রহণ না করলে রেলিগেশন থাকবে না। আর একটি দল অংশগ্রহণ না করলে ঐ দল প্রথম বিভাগে রেলেগেটেড হবে আর বাকি দলগুলোর মধ্যে একটি দল অবনমিত হবে।'

প্রিমিয়ার দাবা লিগে দল হারিয়ে যাওয়া নতুন কিছু নয়। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল দাবা লিগে। এরপর আকস্মিকভাবে আর দাবা দল গড়েনি। বাংলাদেশ বিমানও এক সময় দাবা থেকে সরে গিয়েছিল এখন আবার ফিরেছে।

এজেড/এইচজেএস