ফাইল ছবি

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দাবা প্রিমিয়ার লিগ। অথচ গত আসরের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব এবার অংশগ্রহণ করছে না। যা দাবা লিগের জন্য খানিকটা ধাক্কাই বটে।

সাইফ স্পোর্টিং ক্লাবটি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন কিছুদিন আগে কাজ করেছেন স্মার্ট ক্রীড়াঙ্গন নিয়ে। স্মার্ট ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দেওয়া এই সংগঠক নিজেই দাবা দল গঠন না করায় আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে। তরফদার রুহুল আমিন নিজেও দাবা ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি। যিনি গত কয়েক বছরে দাবার অনেক টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছেন, আবার লিগে চ্যাম্পিয়ন দলও গড়েছেন। সাম্প্রতিক সময়ে কিছু সংকটের জন্য তিনি এবার দল গঠন করতে পারেননি বলে জানা গেছে।

গত আসরের চ্যাম্পিয়ন দল যেমন নেই, তেমনি আগামীকাল শুরু হতে যাওয়া লিগে খেলছেন না গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। দেশের তৃতীয় এই গ্র্যান্ডমাস্টার লিগে না খেলা প্রসঙ্গে বলেন, ‘পেশাগত (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত) কারণে দেশের বাইরে ছিলাম। ২০১৬ সালে পুনরায় ঢাকায় আসার পর থেকে নিয়মিত লিগ ও জাতীয় দাবা খেলছি। দলগুলোই আমার সঙ্গে যোগাযোগ করত। আমি কখনও দলের সঙ্গে যোগাযোগ করিনি। এবার কোনো দল আমাকে সেভাবে প্রস্তাব দেয়নি। তাই খেলা হচ্ছে না।’

রিফাত বিন সাত্তার গত লিগে মানহাস ক্যাসেলে খেলেছিলেন। এবার মানহাস দেশি কোনো গ্র্যান্ডমাস্টারকে নেয়নি বাজেট স্বল্পতার কারণে। জিয়া, নিয়াজ ও রাজীবের মতো দাবায় নিয়মিত নন রিফাত বিন সাত্তার। তাই অন্য গ্র্যান্ডমাস্টারদের চেয়ে তার প্রতি চাহিদা একটু কম। চাহিদা কম থাকলেও তার সম্মানীর জায়গাটা সমুন্নত রাখতে চান, ‘অবশ্যই গ্র্যান্ডমাস্টারের একটা সম্মানীর পর্যায় রয়েছে। আমি এমন সম্মানীতে খেলব না যা পরবর্তীতে অন্য গ্র্যান্ডমাস্টারদের জন্য উদাহরণ হয়ে যায়।’

নিজে লিগে খেলতে না পারলেও, মন খারাপ নয় রিফাতের। তবে লিগ ব্যবস্থাপনা নিয়ে নিজস্ব পর্যালোচনা রয়েছে এই গ্র্যান্ডমাস্টারের, ‘বিদেশি গ্র্যান্ডমাস্টার আসছে, দেশি গ্র্যান্ডমাস্টার খেলছে না; এই বিষয়গুলো একটু দেখা উচিৎ। তবে উঠতি খেলোয়াড়রা অনেকে সুযোগ পাচ্ছে– এটা ভালো দিক।’

পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে তিনজন আগামীকালের লিগে খেলছেন। রিফাত দল পাননি, আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব দাবা থেকে বিচ্ছিন্ন। নিয়মিত দাবাড়ুর মধ্যে ফিদে মাস্টার দেবরাজ দল পাননি। 

আজ সন্ধ্যায় দাবা ফেডারেশনে লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন বিদেশি দাবাড়ুরাও।

এজেড/এএইচএস